
মাভাবিপ্রবি’তে ৮ম আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন ৫ নভেম্বর ২০২৪ তারিখ বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ও প্রক্টর উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ মাহফুজ রেজা। বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের খেলোয়াড় দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত মাসব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে প্রথম খেলায় সিএসই বিভাগ ১-০ গোলে বিজিই বিভাগকে হারিয়ে বিজয় লাভ করে।



