
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী (১৮৮০-১৯৭৬)-র জীবন ও কর্ম পরিচিত
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী (জন্মস্থান: সয়াধানগড়া, সিরাজগঞ্জ, ১২ ডিসেম্বর ১৮৮০) ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্রভাবশালী বাঙালি রাজনৈতিক নেতা। তিনি ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশে শোষিত মানুষ বিশেষত কৃষক শ্রমিক মজুর মজদুর মানুষের পক্ষে সংগ্রাম করেছেন সারাজীবন। তাই তিনি মজলুম জননেতা নামে পরিচিত। আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার অবিসংবাদিত নেতাও মওলানা ভাসানী। স্বদেশে সামন্তবাদ ও সামাজ্যবাদ বিরোধী সংগ্রামের সাথে সাথে স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতার জন্য সংগ্রামে, আসামের কুখ্যাত লাইনপ্রথা বিরোধী আন্দোলনে, পাকিস্তান আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন, শেষতক স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা তিনি। ১৯৪৯ সালে তিনি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, আবার ১৯৫৭ সালে কাগমারীত সম্মেলনের পর আওয়ামী লীগ থেকে বের হয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। এছাড়াও বহুসংখ্যক অরাজনৈতিক দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: হক্কুল এবাদ মিশন, হুকুমতে রব্বানিয়া সমিতি, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়, খোদায়ী খেদমতগার প্রণিধানযোগ্য। ইসলামভিত্তিক সমাজতান্ত্রিক আদর্শ প্রচারে তাঁর অবদান অনস্বীকার্য। সারাজীবন নিরহংকার জীবনযাপনকারী এই নেতা ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সমাহিত আছেন সন্তোষ, টাঙ্গাইলে। শতাব্দীর পর শতাব্দী, জেগে থাকুক ভাসানী।