
মাভাবিপ্রবি’র আইসিটি বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা – ২০২৪ উপলক্ষে বভিন্নি র্কমসূচি পালন করা হয়।
মাভাবিপ্রবি’র আইসিটি বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা – ২০২৪ উপলক্ষে বভিন্নি র্কমসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শোভাযাত্রা, কেক কাটা ও মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক র্অপণ করা হয়। অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সলের প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে।