
মাভাবিপ্রবি ভেটেরিনারি অনুষদ পরিদর্শনে ভাইস-চ্যান্সেলর; বিভাগীয় অগ্রগতি ত্বরান্বিত করতে পরিকল্পনা গ্রহণ
মাভাবিপ্রবি’র সিরাজগঞ্জস্থ ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল সায়েন্স অনুষদের একাডেমিক, প্রশাসনিক, ও অবকাঠামোগতসহ সার্বিক বিষয় পর্যবেক্ষনের জন্য সরেজমিনে পরিদর্শন করেছেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। মাননীয় ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট অনুষদের ডিন ঐ দায়িত্ব নেয়ার পর কিভাবে উক্ত অনুষদভুক্ত বিভাগের সকল কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সিনিয়র অধ্যাপক, ছাত্রী হলের একজন প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী, হিসাব পরিচালক ও এস্টেট অফিসের প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে এক সভা উক্ত ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

