গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে মাইগ্রেশন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
- Posted by ict cell
- Categories Undergraduate Notice
- Date August 18, 2025
২০২৪-২৫ শিক্ষাবর্ষের GST-গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের আর কোন সুযোগ নাই। ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিষয় পছন্দক্রম অনুসারে মেধাক্রমের ভিত্তিতে স্বয়ক্রিয়ভাবে সাবজেক্ট মাইগ্রেশনের সুযোগ বিদ্যমান।
স্বয়ক্রিয় সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আগামী ১৯-০৮-২০২৫ তারিখ রাত ১১ঃ৫৯টার মধ্যে Stop All Migration সম্পন্ন করতে হবে।
Previous post
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১৬আগস্ট ২০২৫ তারিখ শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।
August 18, 2025
